আইন ও অপরাধপ্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় শ্রমিকদল নেতা হত্যা মামলায় নারী-শিশু ট্রাইব্যুনালের পিপি কারাগারে

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় শ্রমিকদল নেতা জিল্লুর রহমান হত্যা মামলায় আশিকুর রহমান সুজন নামে জেলা জজ আদালতের এক সরকারি কৌসুলি (পিপি) কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (২০ অক্টোবর) দুপুর ১১ টার দিকে বগুড়ার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এএসএম তাসকিনুল হক জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আশিকুর রহমান সুজন জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর সরকারি কৌসুলী ( পিপি) ও আওয়ামী আইনজীবী পরিষদের যুগ্ম সম্পাদক।

আদালত সূত্র জানায়, আশেকুর রহমান সুজন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট গাবতলী পৌর শ্রমিকদলের সহসভাপতি জিল্লুর রহমান আন্দোলনে অংশ নিয়ে বগুড়া শহরের ঝাউতলা এলাকায় নিহত হন। ৫ আগস্ট সরকার পতনের পর নিহতের স্ত্রী খাদিজা খাতুন গত ২৪ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৫৭ জনের নামে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন।সেই মামলায় আশিকুর রহমান সুজন ৫২ নম্বর আসামী ছিলেন।

গ্রেপ্তারের বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ বগুড়ার কোর্ট পুলিশ পরিদর্শক মোছাদ্দেক আলী জানান, আশিকুর রহমান সুজন উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। উচ্চ আদালতের নির্দেশে আজ রোবববার তিনি নিম্ন আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালতের বিচারক এএসএম তাসকিনুল হক শুনানী শেষে জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button