ধুনটে অসুস্থ কৃষককে জিম্মি করে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ
ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় পূর্ব বিরোধের জেরে প্যারালাইসিস রোগে আক্রান্ত ইজ্জত আলী (৬০) নামে এক কৃষককে জিম্মি রেখে জোরপূর্বক সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় সোমবার (২১অক্টোবর) দুপুরের পর ওই কৃষকের স্ত্রী তারাবানু খাতুন বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
ইজ্জত আলী উপজেলার মথুরাপুর ইউনিয়নের পিরহাটি গ্রামের বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পিরহাটি গ্রামের কৃষক ইজ্জত আলী দীর্ঘদিন ধরে প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে ঘরে শয্যাশায়ী আছেন। ইজ্জত আলীর পরিবারের লোকজনের সাথে একই গ্রামের মোহরম আলীর ছেলে গোলাম রব্বানীর পূর্ব থেকে বিরোধ রয়েছে। এ অবস্থায় রোববার বেলা ১২টায় গোলাম রব্বানী ও তার লোকজন ইজ্জত আলীর ঘরে প্রবেশ করে। এ সময় ওই বাড়িতে কেউ না থাকার সুযোগে তারা শয্যাশায়ী ইজ্জত আলীর কাছ থেকে জোরপূর্বক ননজুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে সটকে পড়েছে। এ ঘটনায় ইজ্জত আলীর স্ত্রী তারাবানু বাদি হয়ে গোলাম রব্বানী সহ ৬ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
এ বিষয়ে গোলাম রব্বানী বলেন, জমি বিক্রির শর্তে ইজ্জত আলী আমার কাছ থেকে টাকা নিয়ে দলিল করে দিচ্ছেন না। এ কারণে জমির দলিল সম্পাদনের জন্য তার কাছ থেকে স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়েছে।
ধুনট থানার ডিউটি অফিসার এএসআই কুলসুমা খাতুন বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।