ধুনটে প্যানেল চেয়ারম্যান নুরুন্নবীর দায়িত্বভার গ্রহণ
ধুনট (বগুড়) প্রতিনিধি: বগুড়ার ধুনট সদর ইউনিয়ন পরিষদের প্যানের চেয়ারম্যান নুরুন্নবী আকন্দকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে আর্থিক ও প্রশাসনিক দায়িত্বভার প্রদান করা হয়েছে।
বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার (২১অক্টোবর) দুপুর ২টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠানিক ভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুন্নবী আকন্দ এ দায়িত্বভার গ্রহণ করেন। ধুনট সদর ইউনিয়ন পরিষদ চত্বরে দায়িত্ব ভার গ্রহণ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ধুনট সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুন্নবী আকন্দ, ইউপি প্রশাসিনক কর্মকর্তা মনিরুজ্জামান, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি কবির তালুকদার, বিএনপি নেতা শাহীন আলম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম, যুবদল নেতা ফিরোজ খান দুলাল, ইউপি সদস্য সুলতান মাহমুদ, দিতি খাতুন, পপি আকতার, সমাজ সেবক মোস্তাফিজুল রহমান ও ব্যবসায়ী আসাদুল ইসলাম।
উল্লেখ্য, ধুনট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মাসুদ রানান বিরুদ্ধে ফৌজদারী কার্যবিধি অনুসারে বিস্ফোরক দ্রব্য অপরাধ সংক্রান্ত মামলায় গ্রেফতার হওয়ায় তার অনুপস্থিতকালীন সময়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে নুরন্নবী আকন্দ দায়িত্ব পালন করবেন।