আওয়ামী লীগপ্রধান খবররাজনীতি

ব্যারিস্টার সুমন গ্রেপ্তার

সাবেক সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাহিনীটি জানায়, সোমবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ।

সাম্প্রতিক গণঅভ্যুত্থানের সময় অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত মিরপুর থানায় এখনও আসামি রাখার যথাযথ ব্যবস্থা করা যায়নি। তাই সুমনকে পল্লবী থানায় নেয়া হয়েছে।

জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থী হত্যায় জড়িত থাকার অভিযোগে সুমনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের আগে ব্যারিস্টার সুমন তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বলেন, ‘আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। আদালতে দেখা হবে। আমার জন্য দোয়া করবেন সবাই।’

এই বিভাগের অন্য খবর

Back to top button