সারিয়াকান্দি উপজেলা

সারিয়াকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালী ও পথসভা

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: “ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সারিয়াকান্দিতে স্বেচ্ছাসেবী সংস্থা “অগ্রণী ইয়ুথ অর্গানাইজেশন ফর সোসাইটি” এর আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ উপলক্ষে জনসচেতনতা মূলক র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত জনসচেতনতা মূলক র‍্যালী উপজেলা পরিষদ থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ হয়। সেই সময় পাবলিক লাইব্রেরি এন্ড ক্লাবের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার আঃ আলিম, উপজেলা কৃষি অফিসার আব্দুল হালিম, উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর সরকার, অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম।


সংস্থার সভাপতি রাশেদ মন্ডলের সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন, সংস্থার উপদেষ্টা মন্ডলীর সদস্য সাংবাদিক সাহাদত জামান। এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক আরাফাত রহমান, সাংগঠনিক সম্পাদক সুলতান, সমাজকল্যাণ ও শিক্ষা বিষয়ক সম্পাদক বদরুল ইসলাম, কোষাধ্যক্ষ আল আফিফ বিন আজাদ আফিফ সহ সংস্থা সাধারণ সদস্যবৃন্দ।

এ সময় তারা সারিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনা নিবারনের লক্ষে পৌর এলাকায় দিনের বেলা বালুবাহী ট্রাক প্রবেশ না করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান।

এই বিভাগের অন্য খবর

Back to top button