বগুড়ায় স্তন ক্যান্সারে চিকিৎসা সেবা পেলেন ৫০ রোগী
নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় স্তন ক্যান্সারে আক্রান্ত ৫০ জন রোগীকে বিনামুল্যে চিকিৎসা সেবা দিয়েছে ইবনে সিনা ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন।
শুক্রবার শহরের কানছগাড়ী এলাকায় অবস্থিত ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে এই সেবা দেয়া হয়।
এর আগে সকাল সাড়ে ৯ টার দিকে সচেতনতা মাস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন এর সামনে থেকে শুরু হয়ে শহরের সাতমাথা হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে ইবনেসিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের হলরুমে ক্যান্সার সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সঞ্চালনা ও মূলপ্রবন্ধ উপস্থাপনা করেন বগুড়া টিএমএসএস ক্যান্সার সেন্টারের কনসালটেন্ট ডা. মো. তৌছিফুর রহমান।
এতে অংশ নেন বগুড়া ইবনে সিনা হসপিটালের সিনিয়র এজিএম নূর আলম সবুজ (এডমিন অ্যান্ড ইনচার্জ), মো. রেজাউল করিম, জোনাল ইনচার্জ ( ইবনে সিনা ডি-ল্যাব), আলী আহমেদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ( ইবনে সিনা ডি-ল্যাব)।
অনুষ্ঠানে সমাজে প্রচলিত ক্যান্সার বিষয়ক অনেক ভুল ধারণার উপর গুরুত্ব আরোপ করা হয় এবং সরাসরি রোগীর কাছে থেকে নেয়া বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়।