সারাদেশ

মেয়ে দিচ্ছিলেন পরীক্ষা, বাইরে অপেক্ষারত মায়ের মৃত্যু

দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রে অপেক্ষারত এক অভিভাবক মৃত্যুবরণ করেছেন।

আজ শুক্রবার (২৫ অক্টোবর) পৌনে ১টায় পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়টির মুহসীন হল মাঠে এই ঘটনা ঘটে।

ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার।

মারা যাওয়া ওই নারীর নাম শামীম আরা বেগম। আর ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া তার মেয়ের নাম আরোয়া তাবাসসুম। তিনি ২০২৩-২৪ সেশনের কৃষি গুচ্ছ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। তারা মিরপুর ১৩ নম্বরে থাকতেন।

জানা গেছে, শামিম আরা তার মেয়েকে পরীক্ষার হলে রেখে বাইরে (মুহসীন হল মাঠের পাশে) অপেক্ষা করছিলেন। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। আশেপাশের মানুষ তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button