খেলাধুলাফুটবল

আজ এল ক্লাসিকোয় মুখোমুখি হচ্ছে রিয়াল-বার্সা

রিয়াল মাদ্রিদের কাছেও সর্বশেষ চার ম্যাচে হেরেছে বার্সেলোনা। সান্তিয়াগো বার্নাব্যুতে আজ সে প্রতিশোধ নিতে নামছেন রাফিনহা-লেভানদোভস্কিরা। তাদের এই প্রতিশোধ মিশনের কারণেই দীর্ঘদিন পর টানটান উত্তেজনা সৃষ্টি হয়েছে এল ক্ল্যাসিকো নিয়ে।

কাঙ্ক্ষিত ম্যাচটি অনুষ্ঠিত হবে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় শনিবার রাত একটায়।

এদিকে চ্যাম্পিয়নস লিগে গত সপ্তাহে নিজ নিজ ম্যাচে হ্যাটট্রিক করেছেন রিয়ালের ভিনিসিয়াস জুনিয়র ও বার্সার রাফিনহা। দুরন্ত ফর্মে থাকা দুই ব্রাজিলিয়ানের মুখোমুখি লড়াই দেখার জন্য উন্মুখ ফুটবল বিশ্ব।

কোচ ফ্লিক জানিয়েছেন, নিজ দলের ওপর বিশ্বাস থেকেই জয়ের ছক আঁকছেন তিনি। বলেন, আমাদের নিজস্ব পরিকল্পনা আছে, সে অনুযায়ী খেলবো। তাদের কয়েকজন দ্রুতগতির খেলোয়াড় আছে। রিয়াল এমন একটি দল, যাদের বিশ্বমানের বেশ কয়েকজন খেলোয়াড়ও রয়েছে। এটা অবশ্যই আমাদের মাথায় আছে। তবে শেষ পর্যন্ত আমি আমার খেলোয়াড়দের ওপর আস্থা রাখতে চাই।

রিয়ালের সামনে একটি রেকর্ডের হাতছানিও রয়েছে এ ম্যাচে। লা লিগায় সর্বোচ্চ ৪৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটি বার্সার। ৪২ ম্যাচ অপরাজিত রিয়াল আজ হার এড়াতে পারলে সে রেকর্ডে ভাগ বসাবে। তবে কাজটা যে সহজ হবে না, তা স্বীকার করে নিয়েছেন রিয়াল বস কার্লো আনচেলত্তি। তিনি বলেন, ক্লাসিকোর মতো ম্যাচে ফেভারিট বাছাই করা কঠিন।

এই বিভাগের অন্য খবর

Back to top button