নন্দীগ্রাম উপজেলাপ্রধান খবর

বগুড়ায় বিএনপির সমাবেশে হামলার মামলায় আ’লীগের দুই নেতা কারাগারে

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার নন্দীগ্রামে বিএনপির সমাবেশে হামলা ও ককটেল বিস্ফোরণের মামলাায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) দুপুরে আদালতে নিয়ে যায় পুলিশ।


গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ (৪২) এবং উপজেলার ভাটগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক হোসেন (৩৭)।


রোববার (২৭ অক্টোবর) সকালে বগুড়া শহরের সাতমাথা এলাকা থেকে তারেক হোসেনকে এবং শুক্রবার রাতে নন্দীগ্রামের সিধইল গ্রামের নিজ বাড়ি থেকে মামুনুর রশিদকে গ্রেপ্তার করা হয়।


বিষয়টি নিশ্চিত করে নন্দীগ্রাম থানার উপপরিদর্শক মো. নাজমুল হক জানান, উপজেলার কুমিড়া পন্ডিতপুকুর স্কুলমাঠে ইউনিয়ন বিএনপির সমাবেশে হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে গত ১৫ সেপ্টেম্বর দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দুজনই এজাহার নামীয় আসামী। তাদেরকে আদালতের মাধ্যতমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে ভাটরা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সমাবেশ শুরু হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নন্দীগ্রাম উপজেলার কুমিড়া পন্ডিতপুকুর বাজারসংলগ্ন স্কুলমাঠে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। এতে দুই ছাত্রদল নেতা আহত হন।

পরে স্কুল মাঠসংলগ্ন টাইগার ক্লাবের সামনে থেকে অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করে। আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ঘটনার সঙ্গে জড়িত বলে ওই সময় অভিযোগ করে বিএনপি। পরের দিন এই ঘটনায় মামলা দায়ের করে বিএনপি।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button