দুপচাঁচিয়া উপজেলাপ্রধান খবর

বগুড়ায় হত্যা মামলায় আ. লীগ নেতা বেলাল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার দুপচাঁচিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবু রায়হান হত্যা মামলার প্রধান আসামী দুপচাঁচিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বেলাল হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২।

রোববার দিবাগত ভোর রাতে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে দুপচাঁচিয়া থানায় সোপর্দ করেন তারা।

সোমবার (২৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, গ্রেপ্তার বেলাল হোসেনকে আজ আদালতে সোপর্দ করা হবে।

এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে দুপচাঁচিয়ায় গত ৪ আগস্ট যুবদলের সদস্য আবু রায়হান রাহিম গুলিবিদ্ধ হন। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ৯আগস্ট তার মৃত্যু হয়। এ বিষয়ে রাহিমের মা রওশন আরা বেগম বাদী হয়ে ১৭ আগস্ট ২২জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৫০/৬০জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলায় সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা বেলাল হোসেন এজাহারভুক্ত ১নং আসামী ছিলেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button