প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ার সকল দপ্তরে সেবাদান প্রক্রিয়া সহজতর করতে ডিসির আহ্বান


নিজস্ব প্রতিবেদক: বগুড়ার সকল দপ্তরকে আন্তরিক এবং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের মাধ্যমে সেবাদান প্রক্রিয়া সহজতর করার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) হোসনা আফরোজা।

সোমবার (২৮ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুদ্ধাচার প্রতিষ্ঠা ও টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে করণীয় বিষয়ক এক কর্মশালায় এ আহ্বান জানান তিনি।


সকাল ১১ টার দিকে থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসন এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-র অনুপ্রেরণায় গঠিত দুর্নীতিবিরোধী সামাজিক সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।


অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক হোসনা আফরোজ জানান, একইসাথে টেকসই উন্নয়ন অভীষ্ঠ অর্জনে সকল দপ্তরে সুশাসন প্রতিষ্ঠা আবশ্যক। এ ধরনের কর্মশালার মাধ্যমে সরকারি এবং বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণের বিদ্যমান ধারণা এবং জ্ঞান আরো সমৃদ্ধ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


কর্মশালায় বিভিন্ন সেশন সঞ্চালনা করেন টিআইবির কো অর্ডিনেটর মো. আতিকুর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া পুলিশ সুপার মো. জেদান আল মুসা, জেলা পরিষদের প্রধান নির্বাহী গোলাম মো. শাহনেওয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, সনাক সভাপতি অধ্যাপক ওসমান গণি, টিআইবির কাস্টার কোঅর্ডিনেটর কমল কৃষ্ণ সাহাসহ প্রমূখ।


জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ প্রায় অর্ধ-শতাধিক অংশগ্রহণকারী কর্মশালায় অংশগ্রহণ করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button