বগুড়ায় সন্তানের সামনে মায়ের ‘আত্মহত্যা’
নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় সন্তানের সামনে নুসরাত জাহান মিম (২২) নামে এক গৃহবধুর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে শাজাহানপুরের শাকপালা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নুসরাত জাহান মিম শাকপালা পশ্চিমপাড়া গ্রামের ডা. শফিকুল ইসলামের পালিত মেয়ে এবং ঠাকুরগাঁও সদরের খানকা শরিফ এলাকার ফারহান লাবিবের স্ত্রী। নিহতের স্বামী নৌবাহিনীর সদস্য। বর্তমানে দক্ষিণ সুদানে জাতিসংঘ মিশনে কর্মরত আছেন।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, প্রাথমিকভাবে জানা যাচ্ছে নুসরাত জাহান মিম আত্মহত্যা করেছেন। তবে কি কারণে আত্মহত্যার কারণ েএখন পর্যন্ত জানা যায়নি।
নিহতের স্বজনদের বরাতে ওয়াদুদ আলম বলেন, মিমের স্বামী জাতিসংঘ মিশনে দেশের বাহিরে অবস্থান করছেন। এ কারণে মিম তার ৬ বছর বয়সী এক ছেলে সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন। মঙ্গলবার বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে ভিতর থেকে দরজা লাগিয়ে নিজ শয়ন ঘরের সেলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলে পড়ে।
এ সময় তার সন্তান ঘরের বাইরে উপস্থিত ছিল। ছেলে মাকে ঝুলতে দেখে দৌড়ে গেট খুলে বাইরে এসে চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়া হয় বলে জানান ওসি ওয়াদুদ আলম।