শাজাহানপুর উপজেলা
বগুড়ায় দুর্নীতি প্রতিরোধে শপথ নিলেন বিভিন্ন পেশাজীবী
নিজস্ব প্রতিবেদক: বগুড়াতে দুর্নীতি প্রতিরোধে প্রতিশ্রুতি বদ্ধ হয়ে শপথ নিয়েছেন ছাত্র, শিক্ষক, সাংবাদিক, আইনজীবি ও সাধারণ নাগরিক।
মঙ্গলবার শাজাহানপুরে টিআইবির সহায়তায় এক সভায় এই শপথ গ্রহণ করেন তারা।
মঙ্গলবার শাজাহানপুরস্থ এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের হলরুমে “স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় ও করনীয়”শীর্ষক এই সভার আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক)।
সভায় দুর্নীতিবিরোধী সেচ্ছাব্রতী সংগঠন সনাক ও ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সার্পোট এবং তৃণমূল পর্যায়ে কমিউনিটি ভিত্তিক একটিভ সিটিজেন্স গ্রুপের ১৭০ জন সদস্য অংশগ্রহণ করেন ।
সনাক সভাপতি অধ্যাপক মো. ওসমান গণির সভাপতিত্বে সভার মূল আলোচ্য বিষয় তুলে ধরেন টিআইবি প্রধান কার্যালয়ের সিভিক এনগেজমেন্ট বিভাগের কোঅর্ডিনেটর মো. আতিকুর রহমান।