খেলাধুলাপ্রধান খবরফুটবল

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে রোমাঞ্চকর লড়াইয়ে নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ। প্রথমার্ধে গোলশূন্য অবস্থায় শেষ হলেও দ্বিতীয়ার্ধে খেলায় গতি বাড়ায় দু’দলই। ৫৮ মিনিটে প্রথম গোলটি করেন মনিকা চাকমা, যার মাধ্যমে এগিয়ে যায় বাংলাদেশ।

তবে ম্যাচে ফিরে আসতে দেরি করেনি নেপাল। বাংলাদেশকে চাপে ফেলে ৭২ মিনিটে সমতা ফেরায় হিমালয়ের দেশটি। এরপর দুই দলের মধ্যে জমে ওঠে তীব্র প্রতিযোগিতা।

৮১ মিনিটে বাঁ প্রান্ত থেকে দারুণ এক আক্রমণে গোল করেন ঋতুপর্ণা চাকমা, যেটি ফাইনালের মোড় ঘুরিয়ে দেয়। ঋতুপর্ণার অসাধারণ শটে নেপালি গোলরক্ষককে পরাস্ত করে দলকে এগিয়ে দেন তিনি। এ গোলটি শিরোপা ধরে রাখার স্বপ্নকে আরও উজ্জ্বল করে তোলে। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে আবারও সাফের সেরা হলো বাংলাদেশ।

এই জয়ে বাংলাদেশের নারী ফুটবল দল দ্বিতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রাখল।

এই বিভাগের অন্য খবর

Back to top button
A palavra '' foi encontrada no array.