বগুড়া জেলা

বগুড়ায় কাফনের কাপড় পরে মেডিকেল টেকনোলজি শিক্ষার্থীদের মিছিল-অবস্থান

বগুড়ায় ৬ দফা দাবিতে কাফনের কাপড় পরে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ।

রবিবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় মিছিল শুরু করে শিক্ষার্থীরা।

এ সময় তারা আইএইচটি সংলগ্ন শেরপুর রোড থেকে বাংলাদেশ ব্যাংক মোড় প্রদক্ষিণ করে মিছিলটি প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভে মিলিত হয়। 

আন্দোলনকারীরা জানান, গত ১৪ বছর যাবৎ মেডিকেল টেকনোলজিস্টরা নানাভাবে বৈষম্যের শিকার। এর মধ্যে অন্যতম হচ্ছে সঠিক অনুপাতে নিয়োগ না হওয়া। একই সঙ্গে তাদের শিক্ষা ও প্রশিক্ষণের ব্যাপারেও উদাসীন ভূমিকা পালন করেছে বিগত সরকার। 

এসব সমস্যা সমাধানে দ্রুত নিজস্ব পরিদপ্তর গঠন, ডিপ্লোমাধারীদের ১০ম এবং গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৯ম গ্রেডে নিয়োগ বিধিমালা তৈরি, ঢাকা আইএইচটিকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি হিসেবে রূপান্তরের দাবি জানান তারা। 

এই বিভাগের অন্য খবর

Back to top button