প্রধান খবরবগুড়া সদর উপজেলা

বগুড়ায় ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় সৌরভ নামের এক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার রাতে বগুড়া সদরের ঠেঙ্গামারা এলাকায় এ ঘটনা।
এর আগে রাত ১১টার দিকে মোটর সাইকেল দুর্ঘটনা হয়েছে জানিয়ে সৌরভকে রক্তাক্ত অবস্থায় দুই যুবক টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। এরপরপরই তারা হাসপাতাল থেকে পালিয়ে যান।

নিহতের শরীরে আঘাতের চিহ্ন দেখে পুলিশ বলছে, এটি হত্যাকান্ড হতে পারে আবার সড়ক দুর্ঘটনাতেও মৃত্যু হতে পারে।

নিহত সৌরভ ঠেঙ্গামারা এলাকার ট্রাক ড্রাইভার আব্দুল মোমিন এর ছেলে। তিনি টিএমএসএস টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত দশটার দিকে সৌরভ তার চাচাতো ভাইয়েরর সাথে ঠেঙ্গামারা এলাকার একটি দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এমন সময় সেখানে তাদের আরো কয়েকজন বন্ধু আসেন এবং তাদের সাথে চলে যান সৌরভ। এর আধা ঘন্টা পর সৌরভ যদের সাথে গিয়েছিলো তাদের মধ্যে কেউ একজন মোবাইল ফোনে তার স্বজনদের সৌরভের মোটর সাইকেল দুর্ঘটনার কথা জানায়। তাকে টিএমএসএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে স্বজনরা হাসপাতলে গিয়ে সৌরভের লাশ দেখতে পান।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মইনুদ্দীন বলেন, নিহতের মাথা এবং পায়ে আঘাতের (থেঁতলানো) চিহ্ন রয়েছে। এরকম আঘাত সড়ক দুর্ঘটনাতেও হতে পারে অথবা মোটা লাঠি দিয়ে আঘাত করলেও হতে পারে। এছাড়া তাকে হাসপাতালে ভর্তির পর বন্ধুদের পালিয়ে যাওয়াও সন্দেহজনক। সবদিক মাথায় রেখে এই মৃত্যুর ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

তবে এখনও থানায় কেউ অভিযোগ দেয়নি। নিহতের বাবার থানায় আসার কথা অভিযোগ দেয়ার জন্য। অভিযোগ দিলে ব্যবস্থা নেয়ার কথা জানান ওসি।

এই বিভাগের অন্য খবর

Back to top button