গান বাংলা চ্যানেলের তাপস গ্রেপ্তার
গায়ক-সুরকার-সংগীত পরিচালক ও গান বাংলা চ্যানেলের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রোববার (৪ নভেম্বর) মধ্যরাতে তাকে গ্রেপ্তার করে উত্তরা পূর্ব থানা পুলিশ।
পুলিশ জাহান, জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় উত্তরা পূর্ব থানায় দায়ের করা মামলায় গতরাত ১২টা ৫ মিনিটের সময় ভাটারা থানার প্রগতি স্মরণী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তাপসের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে। গানের আড়ালে দেশি-বিদেশি তারকা-শিল্পীদেরকে ব্যবহার করা হতো প্রভাবশালী ব্যবসায়ী-কূটনৈতিক ও রাজনীতিবিদদের মনোরঞ্জনের জন্য। গুলশান-বনানীর বিভিন্ন এস্কর্ট বাণিজ্যের হোতা এই কৌশিক হাসান তাপস।
বিভিন্ন সময়ে ভুক্তভোগি নারীরা এসব নিয়ে অভিযোগও করেছিলেন তাপসের বিরুদ্ধে। এ নিয়ে বেশ কয়েক বছর আগেই তাপসের ঘণিষ্টজন মডেল পিয়াসা স্বীকারোক্তি দিয়েছেন গোয়েন্দা পুলিশের কাছে।