প্রধান খবরবিএনপিরাজনীতি

ক্ষমতায় থাকার জন্য অন্তর্বর্তীকালীন সরকার পাগল হয়ে গেছে: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচনের কথা না বলে ক্ষমতায় থাকার জন্য অন্তর্বর্তীকালীন সরকার পাগল হয়ে গেছে। তিনি বলেন, কোন ছলচাতুরী না করে, নির্বাচন কবে দেবেন তা স্পষ্ট করুন।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মুক্তিযুদ্ধের চেতনা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়নি, গণতন্ত্রকে মুক্তি দিতে মুখিয়ে আছে। একটা আদেশের মাধ্যমেই তারেক রহমানের সকল মামলা তুলে নেয়া সম্ভব, তা কেন করা হচ্ছেনা, সে প্রশ্নও তোলেন মির্জা আব্বাস।

দ্বিতীয় স্বাধীনতা কিসের? প্রশ্ন করে বিএনপির এ নেতা বলেন, দেশের স্বাধীনতা ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অস্বীকার করতে চান বলেই দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে। কোনও বাসায় বসে স্বাধীনতার ছক করা হয়নি। তিনি বলেন, বাবার আগে ছেলে হাটলে দেশ ও জাতি শেষ হয়ে যাবে।

বিএনপির নেতা বলেন, সংবিধান সংশোধন করার আপনারা কে? পার্লামেন্ট ছাড়াই সংবিধান সংশোধন করে ফেলবেন? সংবিধান সংশোধন কিংবা পুনর্লিখন করতে হলে, যারা স্বাধীনতা যুদ্ধ করেছেন, যারা স্টেকহোল্ডার রয়েছেন— তাদের সঙ্গে আলোচনা করে তা করতে হবে।

সংবিধান সংস্কারে যে অস্বাভাবিক পরিস্থিতি আওয়ামী লীগের সময় ছিলো এখনো আছে। তাহলে কি আবারো লড়াই করতে হবে। আপনারা আসছেন নির্বাচন দিতে। নির্বাচন দিয়ে চলে যান। সংবিধান সংষ্কার প্রশ্নে রাজনৈতিক দলের সাথে কথা বলে করতে হবে বলেও জানান মির্জা আব্বাস।

এই বিভাগের অন্য খবর

Back to top button