খেলাধুলাফুটবল

ফের চোট পেয়ে মাঠ ছাড়লেন নেইমার

চোটের কারণে এক বছরের বেশি সময় বাইরে থেকে সম্প্রতি মাঠে ফিরেছেন নেইমার। শুরুর একাদশে খেলার মতো অবস্থায় আসেননি এখনও। চোট কাটিয়ে ফেরার পর আল হিলালের হয়ে দ্বিতীয় ম্যাচেই আবার চোট পেয়ে মাঠ ছেড়েছেন ব্রাজিলিয়ান এই তারকা।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটিতে সোমবার ৫৮তম মিনিটে মাঠে নামেন নেইমার। কিন্তু টিকতে পারেননি ৩০ মিনিটও। মাঠে নেমে বেশ কিছু ভালো পাস তিনি দেন, কিছু ঝলক দেখান। এক পর্যায়ে গোল মুখে ভালো একটি পাস পেয়ে গোলের সুযোগও পান। কিন্তু সেই পাস নিয়ন্ত্রণে নিতে গিয়েই পায়ে টান লাগে তার।

ডান পায়ের পেছনের দিকের পেশিতে হাত দিয়ে নিচু হয়ে থাকেন একটু সময়, পরে অস্বস্তি নিয়ে হাঁটতে দেখা যায় তাকে। এরপরই মাঠ ছেড়ে যান ৩২ বছর বয়সী তারকা। তার আগের চোট ছিল বাঁ পায়ে।

এই চোট কতটা গুরুতর, তা জানা যায়নি। তিনি নিজেই মাঠ ছেড়ে যান, তাতে চোট খুব বাজে নয় বলেই অনুমান করা যায়। ডাগআউটে বসে মোজা ও বুট খুলে ছুড়ে মারেন তিনি।

আলেকসান্দার মিত্রোভিচের হ্যাটট্রিকে এই ম্যাচে ইরানের ক্লাব এস্তেগলাল এফসিকে ৩-০ গোলে হারায় আল হিলাল।

এই বিভাগের অন্য খবর

Back to top button