আন্তর্জাতিক খবর

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন: ডোনাল্ড ট্রাম্প ১৮৮, কমলা হ্যারিস ৯৯

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। এরইমধ্যে অঙ্গরাজ্যগুলো থেকে ফলাফল আসতে শুরু করেছে।

এ পর্যন্ত (বাংলাদেশ সময় বুধবার সকাল ৯টা পর্যন্ত) রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ১৮৮ এবং ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ৯৯ ইলেক্টোরাল ভোট। খবর এপির।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে ৫০টি অঙ্গরাজ্যে।

এদিকে, ক্যালিফোর্নিয়ার ডিস্ট্রিক্ট থার্টি ফোর থেকে কংগ্রেসম‍্যান প্রার্থী সময় সংবাদকে জানান তার প্রত‍্যয়ের কথা। গত নির্বাচনে মাত্র এক শতাংশ ভোটে পরাজিত হয়ে এবারও লড়ছেন তিনি।

চরম উত্তেজনার এই নির্বাচনের ফলাফল পেতে দেরি হওয়ার কথা আগে ভাগেই জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। এ নিয়ে মার্কিন নাগরিকদের পাশাপাশি উদ্বিগ্ন পুরো বিশ্ব।

এই বিভাগের অন্য খবর

Back to top button