অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, “এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। কারণ নিজেদেরকে সতর্ক করতে চাইলে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের প্রত্যাশা পূরণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে- এটি আজ জনগণের চাওয়া।
“অন্তর্বতীকালীন সরকারকে ব্যর্থ করে দিতে পলাতক স্বৈরাচারের দোসররা দেশে-বিদেশে, শাসনে-প্রশাসনে এখনো সক্রিয়।”
শুক্রবার ঢাকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রার আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেছেন, “স্বাধীনতা প্রিয় জনগণকে আমি একটি বিষয় আবারও স্মরণ করিয়ে সতর্ক থাকতে অনুরোধ জানাতে চাই, আমি নিজেও সর্তক থাকতে চাই-সেটি হলো গণতন্ত্র বিরোধী অপশক্তির ষড়যন্ত্র এখনো কিন্তু থেমে নেই।
‘‘আসুন, এই লক্ষ জনতার মিছিলকে কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না। এই প্রত্যাশা রেখে এই মিছিলের সাফল্য কামনা করে এর শুভ উদ্বোধন ঘোষণা করছি।”
ছাত্র-জনতার বিপ্লবে ‘ফ্যাসিবাদের পতন হওয়ায়’ জনতাকে শুভেচ্ছাও জানান তারেক।
তিনি বলেন, ‘‘১৯৭৫ সালের ৭ নভেম্বর ছিলো শত্রু-মিত্র চেনার দিন। আর ২০২৪ সালের ৫ অগাস্ট বাংলাদেশের শত্রু চিহ্নিত করার দিন।
‘‘আমি বলতে চাই, বাংলাদেশের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকলে আর কেউ দেশের স্বাধীনতাকে বিপন্ন করতে পারবে না ইনশাল্লাহ।”