সারাদেশ

আবাসিক হোটেলে বৈঠক! আ. লীগপন্থী ১৯ ইউপি সদস্য আটক

কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে ‘আওয়ামী লীগপন্থী’ ১৯ জন ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত (৮ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে শহরের কলাতলী সড়কের হোটেল-মোটেল জোনের ইউনি রিসোর্টের পঞ্চম তলা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা সেখানে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) কক্সবাজার জেলার ব্যানারে ‘রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্থানীয় উন্নয়নে তৃণমূল জনপ্রতিনিধিদের করণীয়’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় অংশগ্রহাণ করে। 

পুলিশ বলছে, ‘আওয়ামী পন্থি ইউপি সদস্যরা গোপনে বৈঠক করছে, এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ওই বৈঠকে ৭০ জন ইউপি সদস্য ছিল। বাকিদের ছেড়ে দেওয়ার কারণ স্পষ্ট করতে পারেনি পুলিশ।

এই বিভাগের অন্য খবর

Back to top button