প্রধান খবরশেরপুর উপজেলা
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহী নিহত
বগুড়ার শেরপুরে রাজাপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে একটি বাসের ধাক্কায় সাইফুল ইসলাম (৩৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (৮ নভেম্বর) রাত ৮টায় এ দুর্ঘটনা ঘটে।
সাইফুল ইসলাম মির্জাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের নওশের আলীর ছেলে।
জানা গেছে, সাইফুল বাইসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে বগুড়াগামী রিজভী পরিবহন (ঢাকা-মে-ব-১৫-৬৭১৯) বাসটি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
পুলিশ জানান, শেরপুর হাইওয়ে পুলিশ বাসসহ চালক মিঠুকে আটক করেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।