প্রধান খবরশেরপুর উপজেলা

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহী নিহত

বগুড়ার শেরপুরে রাজাপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে একটি বাসের ধাক্কায় সাইফুল ইসলাম (৩৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

শুক্রবার (৮ নভেম্বর) রাত ৮টায় এ দুর্ঘটনা ঘটে।

সাইফুল ইসলাম মির্জাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের নওশের আলীর ছেলে।

জানা গেছে, সাইফুল বাইসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে বগুড়াগামী রিজভী পরিবহন (ঢাকা-মে-ব-১৫-৬৭১৯) বাসটি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

পুলিশ জানান, শেরপুর হাইওয়ে পুলিশ বাসসহ চালক মিঠুকে আটক করেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button