আওয়ামী লীগকাহালু উপজেলাবগুড়া জেলারাজনীতি

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার কাহালু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানকে নাশকতা মামলায় গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (১১ নভেম্বর) বিকেলে তাকে বগুড়া আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

রবিবার (১০ নভেম্বর) রাতে কাহালু উপজেলা মুরইল ইউনিয়নের শীতলাই এলাকা থেকে আব্দুল মান্নানকে আটক র‌্যাব করে। পরে দুপুরে বগুড়া সদর থানায় সোপর্দ করে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মঈনুদ্দিন জানান, র‌্যাব সদস্য তাকে সদর থানায় সোপর্দ করার পর বগুড়ার একটি নাশকতা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তিনি আরো জানান, সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে

এই বিভাগের অন্য খবর

Back to top button