সারাদেশ
রেল লাইনে বসে টাকা ভাগাভাগি করার সময় আসলো ট্রেন, মৃত্যু ৪
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আলাউদ্দিন নগর স্টেশন এলাকায় করতোয়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে চারজনের মৃত্যু হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাউরা ইউনিয়নের আলাউদ্দিন নগরে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সন্ধ্যার পূর্বসময়ে আলাউদ্দিন নগরের এলাকার রেল লাইনের পাশে ধান মাড়াই কাজ শেষে ফেরার পথে রেল লাইনে বসে টাকাভাগা ভাগি করছিলেন তারা। এসময় বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে সান্তাহারগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি আসলেও শব্দ পায়নি তারা। পরে ট্রেনে কাটা পড়ে ওই চারজনের মৃত্যু হয়।
করতোয়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে চার নিহতের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন লালমনিরহাট রেলওয়ে থানা পুলিশ।