ধুনট উপজেলাপ্রধান খবর

ধুনটে ঋণের টাকা আগুনে পুড়ে ছাই, জমি ফেরত নেয়া হলো না কৃষকের

মিনহাজ উদ্দিন (ধুনট প্রতিনিধি): বগুড়ার ধুনটে অগ্নিকান্ডের ঘটনায় স্বর্ণালংকার, নগদ অর্থসহ চারটি ঘর পুড়ে ভুষ্মিত হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে উপজেলার নিমগাছী ইউনিয়নের ফরিদপুর গ্রামের মৃত মফিজ উদ্দিন প্রামানিকের ছেলে মিন্টু প্রামানিকের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ধারনা করা হচ্ছে অগ্নিকান্ডে ৭ ভরি স্বর্ণ, নগদ ২ লাখ টাকা, চার রুম বিশিষ্ট ঘর ও প্রয়োজনীয় আসবাব সামগ্রীর ক্ষতির পরিমান ১৮ থেকে ২০ লাখ টাকা। 

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মিন্টু মিয়া জানান, অন্যের কাছ থেকে বন্ধকী জমি ফেরত নিতে সোমবার ব্রাক এনজিও বাগবাড়ি শাখা থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা ঋন করি।  মঙ্গলবার টাকা ফেরত দিয়ে জমিটি ঘুরিয়ে নেবো। কিন্তু বৈদ্যুতিক সর্ট সার্কিটে হঠাৎ অগ্নিকান্ডে আমার ঋণকৃত নগদ ১ লাখ ২০ হাজার ও নিজের গচ্ছিত ৮০ হাজার টাকা সহ মোট নগদ ২ লক্ষ টাকা ৭ ভরি স্বর্ণ এবং ঘরের যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে ধুনট সদর থেকে ফায়ার সার্ভিসের এটি দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভিয়ে ফেলে স্থানীয়রা। ধুনট থেকে অন্য থানার সিমান্তবর্তী হয়ে ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হওয়ায় সময়মত আগুন নিয়োন্ত্রন করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেন স্থানীয়রা।

ধুনট ফায়ার ষ্টেশন ইনচার্জ হামিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়োন্ত্রন করেছে। তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এই বিভাগের অন্য খবর

Back to top button