বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ রয়েছে আর্জেন্টিনার। যার একটিতে প্যারাগুয়ের মাঠে আতিথ্য নেবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। এই ম্যাচে লিওনেল মেসির ‘১০ নম্বর’ ও আর্জেন্টিনার জার্সি নিষিদ্ধ ঘোষণা করেছে প্যারাগুয়ের ফুটবল ফেডারেশন।
বাংলাদেশ সময় ১৫ নভেম্বর ভোর ৫-৩০ মিনিটে প্যারাগুয়ের এস্তাদিও দেফেনসোরেস দেল চাকোতে নামবে আর্জেন্টিনা।
বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচে মেসি ও আর্জেন্টিনাকে স্বাগত জানাতে প্রস্তুত প্যারাগুয়ে। তবে তাদের কোনও জার্সি যেন স্বাগতিক গ্যালারিতে দেখা না যায়, সেই ব্যবস্থা নিয়েছে প্যারাগুয়ে ফুটবল ফেডারেশন।
প্যারাগুয়েতে অনেক মেসি সমর্থক আছেন। প্রিয় খেলোয়াড়ের খেলা দেখতে অনেকেই হয়তো স্টেডিয়ামে যাবেন। নিজ দেশের বিপক্ষে মেসি খেললেও প্যারাগুইয়ান সমর্থকের গায়ে থাকতে পারে আর্জেন্টাইন ফরোয়ার্ডের ‘১০ নম্বর’ জার্সি। অ্যাওয়ের দলের গ্যালারি বাদে স্টেডিয়ামের অন্য কোথাও যাতে আর্জেন্টিনার জার্সি না দেখা যায়, সে বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে।
প্যারাগুয়ে ফুটবল ফেডারেশনের লাইসেন্সিং ম্যানেজার ফের্নান্দো ভিলাসবোয়া এক সংবাদমাধ্যমকে বলেছেন, “আমরা ইতিমধ্যেই সতর্ক করে দিয়েছি যে, স্থানীয় গ্যালারিতে প্যারাগুয়ে ছাড়া অন্য জার্সি পরে প্রবেশ করা যাবে না। প্রতিপক্ষের জার্সি পরে যারা আসবেন, তারা সেখানে থাকতে পারবেন না।”
শুধু আর্জেন্টিনা নয়, মেসি ‘১০ নম্বর’ জার্সিও গায়ে জড়ানো যাবে না। মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামি। এই ক্লাবের ‘১০ নম্বর’ জার্সি গায়েও স্বাগতিক গ্যালারিতে প্রবেশ করা যাবে না। প্রশ্ন উঠেছে, কেন এই নিষেধাজ্ঞা? বলার অপেক্ষা রাখে না স্টেডিয়ামে মেসি-ম্যানিয়া কমাতেই এই নির্দেশনা।
ভিলাসবোয়ার কথায় সেটি পরিষ্কার, “এটা কোনও খেলোয়াড়ের বিরুদ্ধে কোনও সিদ্ধান্ত নয়। আমরা সব ফুটবলারের ক্যারিয়ারকে খুব সম্মান করি। এটি কেবল আমাদের হোম সুবিধার জন্য, যেটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।”