ধুনট উপজেলাপ্রধান খবর

ধুনটে বিএনপির অফিস ভাংচুরের মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনটে বিএনপির দলীয় কার্যালয় ভাংচুরের ঘটনায় ৬১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪৫/৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পৌরসভার পশ্চিম ভরনশাহী গ্রামের আব্দুল খালেক মন্ডলের ছেলে এমদাদুল হক রনি বাদি হয়ে এ মামলা দায়ের করে। গত ১২ নভেম্বর মঙ্গলবার রাতে মামলা দায়েরের পর এজাহার ভুক্ত ৩১নং আসামি বেলাল হোসেন (৪২) মেম্বারকে গ্রেপ্তার করে বুধবার সকালে আদালতে পাঠায় থানা পুলিশ।

বেলাল হোসেন উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আড়কাটিয়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে ও ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

থানা ও এজাহার সূত্রে জানা যায়, গত ২০২২ সালের ৩০ মে ধুনট বাজারে হোটেল আরাফাত ভবনের দ্বিতীয় তলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া মাহফিল চলছিল। মাহফিল চলাকালিন বেলা ১১টার দিকে পূর্ব ভরণশাহী গ্রামের মৃত জরিফ উদ্দিন খাঁনের ছেলে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁনের হুকুমে এজাহার ভুক্ত অন্যান্য আসামিরা দোয়া মাহফিলে হামলা চালায় ও কার্যালয় ভাংচুর করে। এঘটনায় ধুনট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক মন্ডলের ছেলে সাবেক ছাত্রদল নেতা ইমদাদুল হক রনি বাদি হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করে।  

ধুনট থানার অফিসার ইনচার্জ সাইদুল আলম জানান, দায়ের করা মামলায় বেলাল হোসেন নামের একজনকে মঙ্গলবার দিবাগত রাতে নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে বুধবার আদালতে পাঠানো হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button