বগুড়ায় ‘মেয়েকে হত্যার পর চিরকুট লিখে মায়ের আত্মহত্যা’
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার কাহালুতে চার বছরের মেয়ে সন্তানকে হত্যা করে জুলেখা বেগম নামে এক নারীর আত্মহত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ডেপোইল পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন- ওই এলাকার অটোচালক আব্দুল মমিনের স্ত্রী জুলেখা বেগম(২৪) এবং তাদের সন্তান মুশফিকা খাতুন (৪)।
এ ঘটনায় পুলিশ গিয়ে নিহতদের পাশে চিরকুট উদ্ধার করেছে। নিহতদের পাশে উদ্ধার হওয়া ওই চিরকুটে লেখা ছিল- ‘আমি আমার মেয়েকে হত্যা করে আত্মহত্যা করলাম। আমাদের এই মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’
এসব তথ্য নিশ্চিত করেছেন কাহালু থানার ওসি শাহীনুজ্জামান।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, জুলেখার স্বামী আব্দুল মমিন অটোভ্যান চালক। তিনি সকাল ৯টার দিকে ভাত খেয়ে বাসা থেকে বের হয়ে যান। জুলেখার শ্বশুর আবু বকর দুপুর ১২টার দিকে নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হন। নামাজ শেষ করে বাসায় ফিরলে জুলেখার কাছে ভাত দেওয়ার জন্য ডাকাডাকি করেন। দরজা বন্ধ এবং কোন সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন জুলেখা ঘরের তীরের সাথে গলায় ওড়না পেচিয়ে ঝুলছে এবং নাতনী মুশফিকার মরদেহ বিছানায় পড়ে আছে। তিনি সাথে সাথে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে যেয়ে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়।
ওসি শাহিনুজ্জামান বলেন, শিশু মুশফিকাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পুলিশ গিয়ে ঘর ভিতর থেকে বন্ধ পায়। পরে ঘরের ভিতর প্রবেশ করলে একটি চিরকুট পাওয়া যায়। সেখানে লেখা ছিল ‘আমি আমার মেয়েকে হত্যা করে আত্মহত্যা করলাম। আমাদের এই মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’
প্রাথমিক অবস্থায় দাম্পত্য কলহের ব্যাপারেও কোনো তথ্য পাওয়া যায়নি উল্লেখ করে ওসি আরও বলেন, আমরা চিরকুটের লেখাসহ সার্বিক ঘটনার তদন্ত করছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।