বগুড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার সোনাতলায় গরীব ও অসহায় রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে। মনি পঞ্চায়েত কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে শুক্রবার উপজেলা সদরে দিনব্যাপি এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পে এলাকার প্রায় ৫ থকে ৬ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। ক্যাম্পে তিনজন অভিজ্ঞ ডাক্তার বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা যেমন রক্তচাপ, ডায়াবেটিস পরীক্ষা ইত্যাদি বিনামূল্যে করা হয়। এছাড়া প্রয়োজনীয় ওষুধ এবং স্বাস্থ্য সম্পর্কিত নির্দেশনা বিনামূল্যে প্রদান করা হয়।
চিসিকৎসা সেবা নিতে আসা সোনাতালা উপজেলার চমরগোছা গ্রামের মোঃ সামসুল ব্যাপারী (৭২) জানান, গরীব ও অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছেন এলাকার কৃতি সন্তান মহিদুল ইসলাম রিপন। শুধু তাই এলাকায় আর্থিকভাবে অস্বচ্ছল মানুষদের তিনি সহায়তা করে থাকেন। আজ ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে অনেক খুশি হয়েছি। তিনি সব সময় যেন মানুষের পাশে থেকে সেবা করতে পারেন।
মনি পঞ্চায়েত কল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান মহিদুল ইসলাম রিপন বলেন, সোনাতলা উপজেলার পিছিয়ে পড়া মানুষের সেবার লক্ষ্যে কাজ করে যাচ্ছে মনি পঞ্চায়েত কল্যাণ ট্রাষ্ট। দীর্ঘ ২৫ বছর যাবৎ এলাকার মসজিদ, মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়েছি। আগামী দিনেও এভাবে মানুষের সেবা করে যেতে চাই। এছাড়া যারা টাকার অভাবে ভালো ডাক্তার দেখাতে পারছেন না, চিকিৎসা সেবা পাচ্ছেন না। তাদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এই ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্য সম্পর্কিত নির্দেশনাসহ বিনামূল্যে ঔষধ বিতরণ করা হচ্ছে। এ কার্যক্রম চলমান থাকবে।