আদমদিঘী উপজেলাপ্রধান খবর
সান্তাহার রেল স্টেশন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
বগুড়ার আদমদীঘির সান্তাহার রেল স্টেশন এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৭ নভেম্বর) দুপুরে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের দক্ষিণে রেল লাইনের পূর্ব পাশে বট গাছের নিচে থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
জানা গেছে, রবিবার দুপুরে অজ্ঞাতনামা ওই ব্যক্তি রেললাইনের পাশে একটি পুকুরে গোসল করে বট গাছের নিচে বসে ছিলেন। কিছুক্ষণ পর সেখানে তিনি মারা যান।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশ জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অসুস্থজনিত কারণে তিনি মারা যান। তার পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চালানো হচ্ছে। নিহতের পড়নে ছিলো সাদা গেঞ্জি ও গামছা বয়স আনুমানিক ৫৫ বছর।
পুলিশ আরো জানান, এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে।