সারাদেশ
ডিবি হারুনের ‘প্রেসিডেন্ট রিসোর্ট’ এখন শিয়াল-কুকুরের দখলে
পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান হারুন অর রশিদের ‘প্রেসিডেন্ট রিসোর্ট’ এখন শিয়াল-কুকুর এর দখলে।
শতকোটি টাকার রিসোর্ট এখন অন্ধকারে। নেই আলোকসজ্জা, দামি গাড়ির বহর। নামে না হেলিকপ্টারও।
৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনার। তারপর আওয়ামী লীগের অনেক নেতার মতো লাপাত্তা ডিবির হারুন। কিশোরগঞ্জের মিঠামইনে হাওরঘেঁষা ডিবি হারুন নির্মিত ‘প্রেসিডেন্ট রিসোর্ট’ পরিণত হয়েছে আস্তাবলে।
একসময় মন্ত্রী-এমপি, প্রশাসন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নায়ক-নায়িকাসহ ধনাঢ্য নারী-পুরুষের এক ‘নিরাপদ আশ্রয়’ হয়ে উঠেছিল এই রিসোর্ট। সারা দিন-রাত বিলাসবহুল গাড়ির বহর আর হেলিকপ্টারের লাইন ছিল প্রেসিডেন্ট রিসোর্টে।
হাওড় এলাকাজুড়ে অবস্থিত প্রেসিডেন্ট রিসোর্ট সময়ের ব্যবধানে এখন ভুতুড়ে পল্লিতে পরিণত হয়েছে।