চলতি বছরের শেষ ম্যাচে অবশেষে কষ্টার্জিত জয়ের দেখা পেল আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে মাঠে নেমে শুরুটা খুব একটা ভালো না হলেও ম্যাচের ৫৫ মিনিটের মাথায় লিওনেল মেসির অ্যাসিস্টে লাউতারো মার্টিনেজের গোলে হারের বৃত্ত থেকে বের হল আর্জেন্টিনা।
আজকের এই জয় যে আর্জেন্টিনার খুব বেশি দরকার ছিল তা আঁচ করা গেছে খেলার দ্বিতীয়ার্ধে এসে।
তবে পেরুর বিপক্ষে ১ গোলের জয়ে খুব একটা খুশি হতে দেখা যায়নি দলের খেলোয়াড়দের। তবুও নিজেদের শ্রেষ্ঠত্ব দখলের লড়াইয়ে এই জয় স্বস্তি এনে দিয়েছে আর্জেন্টিনাকে।