রাজনীতিসারাদেশ

গাইবান্ধায় জামায়াত-বিএনপির সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া

গাইবান্ধার পলাশবাড়িতে জামায়াত সমর্থিত এক ইউপি চেয়ারম্যানের ওপর অনাস্থা আনাকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে জামায়াতের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় পলাশবাড়ী উপজেলা গেট এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় ককটেল বিস্ফোরণে কেঁপে ওঠে আশপাশের এলাকা।

জানা গেছে, পলাশবাড়ী উপজেলার ৫নং মহদীপুর ইউনিয়নের জামায়াত সমর্থিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাহিদুল ইসলাম বাবুর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অনাস্থার অভিযোগ দেয় ওই ইউনিয়নের সব ইউপি সদস্যরা। সেই অনাস্থা আনার বিষয়টি আজ উপজেলা পরিষদে সমঝোতা হওয়ার কথা ছিল। তার আগেই বিএনপি ও জামায়াতের দুই নেতার মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়।

এ ঘটনায় জামায়াত ও বিএনপির বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

পুলিশ জানান, পলাশবাড়ী উপজেলা পরিষদে বিএনপি ও জামায়াতের দুই নেতার মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জেরে পলাশবাড়ী উপজেলা গেট এলাকায় দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button