খেলাধুলাফুটবল

হতাশার ড্র-য়ে বছর শেষ করল ব্রাজিল

ছন্দহীনতায় থাকা ব্রাজিল বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট হারাল আবারও। এবার ঘরের মাঠে পিছিয়ে পড়ার পর উরুগুয়ের সঙ্গে ড্র করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

সালভাদরের ইতাইপাভা পন্তে নোভা অ্যারেনায় লাতিন অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি ১-১ ড্র হয়।

ম্যাচের ৫৫তম মিনিটে ফেদেরিকো ভালভের্দের গোলে এগিয়ে যায় উরুগুয়ে। সাত মিনিট পর গেরসনের গোলে হার এড়ায় ব্রাজিল।

এ নিয়ে টানা দুই ম্যাচ জয়হীন থাকল সেলেসাওরা। আগের ম্যাচে তারা একই স্কোরলাইনে ড্র করেছিল ভেনেজুয়েলার বিপক্ষে।

পুরো ম্যাচে ৬২ শতাংশ বলের দখল রাখলেও ১৮ শটের কেবল ৩টি লক্ষ্যে রাখতে পারে ব্রাজিল। এদিনও চেনা ছন্দে দেখা যায়নি ভিনিসিউস জুনিয়ারকে। বিপরীতে ৮ শটের কেবল ২টি লক্ষ্যে রাখতে পারে উরুগুয়ে।

১২ রাউন্ড শেষে ব্রাজিলের এটি তৃতীয় ড্র। সঙ্গে ৫ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে তারা আছে দশ দলের পয়েন্ট তালিকার পাঁচে। ৫টি করে জয় ও ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে উরুগুয়ে

একই সময়ে অনুষ্ঠিত দিনের অন্য পেরুকে ১-০ গোলে হারায় আর্জেন্টিনা। ১২ ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়নদের এটি অষ্টম জয়। সাথে ১ ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছেন লিওনেল মেসিরা।

আরেক ম্যাচে স্বাগতিক ভেনেজুয়েলাকে ৪-২ গোলে হারায় চিলি। ১২ ম্যাচে এটি তাদের দ্বিতীয় জয়। তারা আছে তালিকায় নয়ে।

একই সময়ে শুরু হওয়া অন্য ম্যাচে দারুণ ছন্দে থাকা স্বাগতিক কলম্বিয়াকে একজন কম নিয়েও ১-০ গোলে হারিয়ে দিয়েছে একুয়েদর। ১২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তারা তালিকার তিনে উঠে এসেছে।

আর প্যারাগুয়ে-বলিভিয়া ম্যাচটি ২-২ ড্র হয়। তারা আছে যথাক্রমে ছয় ও সাতে।

চলতি বছর ব্রাজিলের শেষ ম্যাচ এটি। তাদের পরের ম্যাচ আগমী বছরের মার্চে। বিশ্বকাপ বাছাইয়ের সেই ম্যাচে সেলেসাওদের প্রতিপক্ষ শক্তিশালী কলম্বিয়া।

এই বিভাগের অন্য খবর

Back to top button