প্রধান খবরশাজাহানপুর উপজেলা
বগুড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক তরুণ নিহত
বগুড়ার শাজাহানপুর উপজেলার অজ্ঞাত এক বাসের ধাক্কায় আরাফাত হোসেন রকি (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের আধারঘাটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রকি শাজাহানপুর উপজেলার চোপীনগর ইউনিয়নের জৈয়ন্তীবাড়ি গ্রামের জামাল বাদশার ছেলে।
জানা গেছে, উচ্চ মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া শেষে চলতি মাসের ৫ তারিখে বগুড়া শহরে একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরিতে যোগদান করেছিল রকি। আজ সকালে মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাচ্ছিল। পথিমধ্যে আধারঘাট নামক স্থানে অজ্ঞাতনামা বাসের ধাক্কায় ঘটনাস্থলেই সে নিহত হয়।
পুলিশ জানান, আজ সকাল ৮টার কিছু আগে ঢাকা-বগুড়া মহাসড়কের আধারঘাট বগুড়াগামী অজ্ঞাতনামা বাস পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক রকি ঘটনাস্থলেই মারা যায়। স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।