সারাদেশ

রাস্তার পাশে ঝুলন্ত বিদ্যুতের তার কেড়ে নিল ৩ শিক্ষার্থীর প্রাণ

গাজীপুরের শ্রীপুরে পিকনিকের দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অনেকেই আহত হয়েছেন।

শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী।

জানা গেছে, শনিবার সকালে গাজীপুর মহানগরের বোর্ড বাজার এলাকার আইইউটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রায় ৪৬০ জন শিক্ষার্থী উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের মাটির মায়া ইকো রিসোর্টের উদ্দেশে বের হন। বিআরটিসির ছয়টি দোতলা বাস ও তিনটি মাইক্রোবাস নিয়ে আসেন তারা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে গ্রামীণ আঞ্চলিক সড়ক ধরে উত্তর পেলাইদ গ্রামে যাওয়ার সময় উদয়খালী বাজারে একটি দোতলা বাসে পল্লী বিদ্যুতের ঝুলন্ত তার এসে লাগে। এ সময় বাসটি বিদ্যুতায়িত হলে কয়েকজন শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসক তিনজকে মৃত ঘোষণা করেন।

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক গণমাধ্যমকে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে উদয়খালী এলাকায় পৌঁছালে একটি বাস রাস্তার পাশে ঝুলে থাকা বৈদ্যুতিক তারে জড়ালে তাতে ছয়জন শিক্ষার্থী গুরুতর আহত হন। তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।

এই বিভাগের অন্য খবর

Back to top button