ক্রিকেটখেলাধুলা

আইপিএলের মেগা নিলাম আজ, থাকছে বাংলাদেশের ১২ ক্রিকেটার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের পরবর্তী আসরকে সামনে রেখে আজ সৌদি আরবের জেদ্দায় মেগা নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে।

দু’দিনব্যাপি এই নিলামে তোলা হবে মোট ৫৭৪ জন ক্রিকেটারকে। এর মধ্যে বাংলাদেশের ১২ জন ক্রিকেটার আছেন। 

চূড়ান্ত তালিকায় ভারতের ৩৬৬ জন এবং বিদেশি ক্রিকেটার আছে ২০৮ জন। বিদেশিদের মধ্যে আইসিসির সহযোগী সদস্য দেশগুলো থেকে আছেন ৩ জন।

আইপিএলের ১৮তম আসরের নিলামের জন্য নাম নিবন্ধন করেছিলেন ১৫৮৪ ক্রিকেটার। সেখান থেকে ৫৭৪ জন ক্রিকেটারকে চূড়ান্ত করেছে আইপিএল কর্তৃপক্ষ।

বাংলাদেশ থেকে ১৩ জন নিবন্ধন করেন। এরমধ্যে ১২ জনকে চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে। তারা হলেন- সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মাহেদি হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

এই বিভাগের অন্য খবর

Back to top button