প্রধান খবরবগুড়া সদর উপজেলা

বগুড়ায় ১১০ দিন পর আন্দোলনে নিহত রিপনের মরদেহ উত্তোলন

বগুড়ায় ছাত্র-জনতার আন্দোলনে নিহত রিপন ফকিরের মরদেহ ময়নাতদন্তের জন্য ৩ মাস ২০ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) বগুড়া সদরের এরুলিয়া বানদিঘি ফকিরপাড়া এলাকার কবর থেকে মরদেহ তোলা হয়।

গত ৪ আগস্ট শহরের ঝাউতলা এলাকায় ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান রিপন ফকির।

পরে নিহতের স্ত্রী মাবিয়া বেগম ১৭ সেপ্টেম্বর বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৪ জনের নাম উল্লেখ করা হয়।

মামলার তদন্তের স্বার্থে ২৮ অক্টোবর বগুড়ার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মরদেহ উত্তোলনের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের এসআই আরিফুল ইসলাম। ৩১ অক্টোবর আদালত আবেদন মঞ্জুর করেন এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ উত্তোলন ও ময়নাতদন্তের নির্দেশ দেন।

আজ আদালতের নির্দেশ অনুযায়ী, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদমান আকিফ, তদন্ত কর্মকর্তা আরিফুল ইসলাম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে মরদেহ উত্তোলন করা হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ যথাযথভাবে পুনরায় দাফন করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button