সাবেক প্রধান বিচারপতির মৃত্যু, আজ বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট
সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে সকালে সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে এ তথ্য জানানো হয়। এদিকে সাবেক প্রধান বিচারপতি মো: রুহুল আমিনের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে রোববার সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো: শফিকুল ইসলামের পাঠানো এক শোকবার্তায় জানানো হয়েছে যে, বিচারপতি মো: রুহুল আমিন বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন এবং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রোববার ভোর ৪:৩০ মিনিটে (শনিবার রাত) সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সুপ্রিম কোর্টের ঐতিহ্য অনুসারে সাবেক প্রধান বিচারপতি মো: রুহুল আমিনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ২৪ নভেম্বর সুপ্রিম কোর্টের (হাইকোর্ট ও আপিল) উভয় বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রির প্রশাসনিক কাজ চলমান থাকবে।
২৬ নভেম্বর, মঙ্গলবারের বাদ জোহর সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজায় প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি ও আইনজীবীরা অংশগ্রহণ করবেন।
১৯৯২ সালে তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিযুক্ত হন এবং ২০০১ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে যোগ দেন। মো: রুহুল আমিন ২০০৭ সালের ১ মার্চ থেকে ২০০৮ সালের ৩১ মে পর্যন্ত বাংলাদেশের ১৫তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন।