খেলাধুলাফুটবল

গোলখরা কাটলো এমবাপ্পের, রিয়ালের মাদ্রিদের দাপুটে জয়

লা লিগায় টানা দ্বিতীয় জয় পেলো রিয়াল মাদ্রিদ। লেগানেসের বিপক্ষে ৩-০ গোলের জয়ে জাল কাঁপিয়ে স্বস্তি ফেরালেন কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহ্যাম।

চলতি মৌসুমে অধারাবাহিক পারফর্ম করে সমালোচিত হচ্ছিলেন এমবাপ্পে। দুজনেই গোল করে জানান দিলেন, তারা ফুরিয়ে যাননি। লিভারপুল ম্যাচের আগে তারা ফর্মে ফিরে মাদ্রিদ ক্লাবকে স্বস্তিতে রাখলেন।

বিরতির তিন মিনিট আগে ভিনিসিয়ুস জুনিয়রের যোগসাজশে চলতি মৌসুমের সপ্তম লিগ গোল করেন এমবাপ্পে, পাঁচ ম্যাচে প্রথম।

দ্বিতীয়ার্ধে বল দখলে আধিপত্য ধরে রেখে রিয়াল ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। ৬৬তম মিনিটে বেলিংহ্যাম ফাউল হলে ফ্রি কিক থেকে দুর্দান্ত গোল করে ব্যবধান বাড়ান। 

বেলিংহ্যাম টানা দ্বিতীয় ম্যাচে গোল করেন ৮৫তম মিনিটে। ক্রসবারে আঘাত লেগে ফিরে আসা বল হেড করে খালি জালে জড়ান ইংল্যান্ড মিডফিল্ডার।

এই জয়ে লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদকে টপকে দুইয়ে উঠলো রিয়াল। বার্সেলোনার (১৪) চেয়ে এক ম্যাচ কম খেলে শীর্ষস্থান থেকে চার পয়েন্ট দূরে রিয়াল মাদ্রিদ।

এই বিভাগের অন্য খবর

Back to top button