আওয়ামী লীগপ্রধান খবরবগুড়া জেলারাজনীতি

সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সা. সম্পাদক মালেক গ্রেপ্তার

বগুড়া জেলার সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেককে (৫৫) গ্রেপ্তার করেছে ডিবি৷

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর দেড় টার দিকে শহরের জহুরুল নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মালেক সোনাতলা উপজেলার আগুনের তাইড় এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে এবং সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তার বিরুদ্ধে সোনাতলা থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের তিনটি মামলা হয়েছে। গ্রেফতার এড়াতে তিনি পালিয়ে ছিলেন।

আজ মঙ্গলবার দুপুরে পুলিশ আজ আবদুল মালেককে গ্রেফতার করে। 

সোনাতলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলাদুন নবী জানান, ডিবি পুলিশের সহায়তায় বগুড়া থেকে তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণের করা হয়েছে।‌

এই বিভাগের অন্য খবর

Back to top button