আইনজীবী হত্যার প্রতিবাদে জানাজা শেষে বিশাল বিক্ষোভ
চট্টগ্রামে পুলিশ ও আইনজীবীদের সঙ্গে চিন্ময় কৃষ্ণের অনুসারীদের সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহতের ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে বিক্ষোভ করছেন স্থানীয়রা।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে নগরীর টাইগারপাস মোড়ে এই বিক্ষোভ শুরু হয়। এর আগে, সকালে চট্টগ্রাম আদালত চত্বরে প্রথম ও জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে আইনজীবী সাইফুলের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
পরে জানাজায় অংশ নেওয়া মানুষ টাইগারপাস মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা আইনজীবী সাইফুলের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। আইনজীবীরা এ হত্যাকাণ্ডের জন্য ইসকন সমর্থকদের দায়ী করেছেন তারা।
জানাজায় অংশ নিয়েছেন সরকারের ভূমি উপদেষ্টা হাসান আরিফ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং নাগরিক কমিটির সদস্য ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীসহ বিএনপি ও জামায়াত ইসলামের একাধিক নেতৃবৃন্দ।