খেলাধুলাফুটবল

লেভানডোভস্কির মাইলফলক ছোঁয়ার ম্যাচে জয়ে ফিরল বার্সেলোনা

রবার্ট লেভানডোভস্কির মাইলফলক ছোঁয়ার ম্যাচে জয়ে ফিরল বার্সেলোনা। মঙ্গলবার অলিম্পিক স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ফরাসি ক্লাব ব্রেস্টকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে কাতালানরা। তাতে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে দলটি। পাঁচ ম্যাচে চারটি জয়ে ১২ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান।

মঙ্গলবার অলিম্পিক স্টেডিয়ামে লেভানডোভস্কির দিকে তাকিয়ে ছিলেন সবাই। কেননা শততম গোল থেকে একটি গোল দূরে ছিলেন তিনি। এজন্য কেবল ১০ মিনিট সময় নেন তিনি। এরপর ম্যাচের শেষ দিকে করেন আরও একটি গোল। ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসির পর তৃতীয় খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে একশ কিংবা তার বেশি গোলের ক্লাবে যোগ দিলেন এই পোলিশ তারকা।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় বার্সেলোনা। এ সুবাদে ম্যাচের দশম মিনিটে ডি-বক্সে লেভানডোভস্কিকে প্রতিপক্ষ গোলরক্ষক মার্কো বিজট ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সেই পেনাল্টি থেকে শততম গোল আদায় করে নেন লেভা। ১৯তম মিনিটে ব্যবধান বাড়াতে পারতেন ফেরমিন। গোলরক্ষককে পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি। ৪০তম মিনিটে ফের সহজ সুযোগ নষ্ট করেন ফেরমিন। পাউ কুবারসির ক্রস থেকে একেবারে অরক্ষিত অবস্থায় হেড দেওয়ার সুযোগ পেয়েছিলেন। কিন্তু গোলরক্ষক বরাবর হেড নিয়ে সে সুযোগ নষ্ট করেন এই তরুণ।

৫৩তম মিনিটে আবার ফেরমিন। আরও একটি দারুণ সুযোগ নষ্ট করেন এই মিডফিল্ডার। ফাঁকায় থেকে গোলরক্ষক বরাবর শট নিয়ে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। ৬১তম মিনিটে ওলমোর শট গোল লাইন থেকে ফেরান এক ডিফেন্ডার। পাল্টা আক্রমণে সুযোগ ছিল ব্রেস্টেরও। তবে নিয়ন্ত্রণ রাখতে পারেননি মামা বালদে।

৬৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করতে বার্সা। জেরার্দ মার্তিনের ক্রস থেকে বল পেয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে ছোট ডি বক্সে ঢুকে দারুণ দক্ষতায় বল জালে পাঠান চলতি মৌসুমে বার্সায় ফিরে আসা এই মিডফিল্ডার। নয় মিনিট পর বার্সার জালে জড়িয়েছিলেন ব্রেস্টের পেরেইরা লাজ। তবে অফসাইডের কারণে গোল মিলেনি।

৮৫তম মিনিটে সুবর্ণ এক সুযোগ নষ্ট করেন বদলি খেলোয়াড় পাবলো তোরে। গোলরক্ষককে একা পেয়েও বাইরে মারেন তিনি। তবে ম্যাচের যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোলটি করেন লেভানডোভস্কি। বদলি খেলোয়াড় আলেক্স বালদের কাছ থেকে বল পেয়ে দারুণ এক কোণাকোণি শটে বল জালে পাঠান এই পোলিশ ফরোয়ার্ড।

এই বিভাগের অন্য খবর

Back to top button