নন্দীগ্রাম উপজেলাপ্রধান খবর

বগুড়ায় নানা বাড়ীতে বেড়াতে গিয়ে ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

বগুড়ার নন্দীগ্রামে ইজিবাইকের ধাক্কায় সাফিউল সাফিন নামের এক দুই বছর বয়সী শিশু নিহত হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) নন্দীগ্রাম পৌর শহরের পুরাতন বাজার সড়কে এ ঘটনা ঘটে।

নিহত শিশু সাফিন শাজাহানপুর উপজেলার কামারপাড়া এলাকার সাদিকুল ইসলামের ছেলে।

জানা গেছে, সাফিনকে নিয়ে তার মা বাপের বাড়ি নন্দীগ্রাম দক্ষিণপাড়া এলাকায় বেড়াতে যান। তারপর নাতি সাফিনকে নিয়ে ঘুরতে বের হন নানা শাহজাহান আলী। এ সময় ইজিবাইকের ধাক্কায় শিশুর মাথায় গুরুতর আঘাত লাগে।

পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশু সাফিন মারা যায়।

পুলিশ জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button