প্রধান খবরশাজাহানপুর উপজেলা

বগুড়ায় বাসচাপায় এক বৃদ্ধ নিহত

বগুড়ার শাজাহানপুরে বাস চাপায় আলহাজ্ব আব্দুস সাত্তার (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার ফুলতলা ফটকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সাত্তার উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর উত্তরপাড়ার কাশেম আলী সাকিদারের ছেলে।

জানা যায়, মঙ্গলবার দুপুরের দিকে ফুলতলা ফটকি এলাকায় নাতীর জন্য খাবার আনতে যান দাদা আব্দুস সাত্তার। এসময় ঢাকা-বগুড়া মহাসড়ক পারাপারের সময় আল হামারা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান।

এ সময় এলাকাবাসী বাস আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যান।

পুলিশ জানান, আব্দুস সাত্তার রাস্তা পারাপারের সময় দুরপাল্লার বাসের চাপায় ঘটনাস্থলে নিহত হোন। ঘাতক বাসকে আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।

মরদেহের ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ।

এই বিভাগের অন্য খবর

Back to top button