জাতীয়

আমারও আয়নাঘরে থাকার অভিজ্ঞতা হয়েছিল: উপদেষ্টা নাহিদ

আয়নাঘরে থাকার অভিজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের মুজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে একথা বলেন তিনি।

তিনি বলেছেন, যেখানে মানুষকে গুম করা হতো, সেখানে আমারও ২৪ ঘণ্টা থাকার অভিজ্ঞতা হয়েছিল। আমি থেকেছি সেই রুমটায় এবং দেখেছি দেয়ালে তাদের লেখা, যারা দীর্ঘদিন ধরে সেখানে বন্দি ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, আয়নাঘরের ভয়াবহ অভিজ্ঞতাসহ নিপীড়নের গল্প এতটাই ভয়াবহ যে ভুক্তভোগীরা এখনো সেগুলো বলতে চায় না। যেখানে সরকার থেকে তাদেরকে বারবার বলতে অনুরোধ করা হচ্ছে, কিন্তু তারপরও তারা বলতে চায় না, তাদের সেই অভিজ্ঞতাগুলো এতটাই ভয়াবহ ছিল।

তিনি বলেন, প্রায় ১৬শ‘র মতো আবেদন করেছে গুম কমিশনে এবং সংখ্যাটা বেড়ে পাঁচ হাজার হতে পারে। মানে পাঁচ হাজার মানুষের গুম হয়েছে গত ১৫–১৬ বছরে।

এই বিভাগের অন্য খবর

Back to top button