কলকাতার হোটেল থেকে বিএনপি নেতা গ্রেফতার
মাদারীপুর জেলার বিএনপি নেতা সেলিম মাতব্বর নামে এক ব্যক্তিকে ভুয়া পাসপোর্টসহ পার্ক স্ট্রিটের একটি হোটেল থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ আধিকারিকরা।
সেলিম মাতব্বর বাংলাদেশের মাদারিপুরের বাসিন্দা হলেও রবি শর্মা নামে ভুয়া ইন্ডিয়ান পাসপোর্ট এবং ভারতীয় ভুয়া আধার কার্ড, ভোটার কার্ড এমনকি প্যান কার্ডও বানিয়েছেন বলে অভিযোগ।
গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার (২৯ নভেম্বর) রাতে পার্কস্ট্রিটের ওই হোটেলে অভিযান চালায় কলকাতা পুলিশ। এরপরই জাল পাসপোর্ট ও অন্যান্য নথিসহ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাকে আজ ব্যাঁকশাল আদালতে তোলা হবে।
পুলিশের কাছে জেরায় স্বীকার করেছেন তিনি বাংলাদেশের মাদারীপুর জেলার বিএনপি নেতা। বছর দুয়েক আগে বাংলাদেশে অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল। সেই সময় সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগের হাত থেকে প্রাণে বাঁচতে সে সময় তিনি পশ্চিমবঙ্গে চলে আসেন। তার কাছ থেকে বাজেয়াপ্ত করা পাসপোর্ট ও আধার কার্ডে তার নাম লেখা রয়েছে রবি শর্মা।
দালালের মাধ্যমে অবৈধভাবে সীমান্ত টপকে ভারতে আশ্রয় নেন সেলিম মাতব্বর। সূত্র: যমুনা টিভি