জাতীয়

ভারতীয় গণমাধ্যম ভয়ানকভাবে আমাদের পেছনে লেগে পড়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতীয় গণমাধ্যম হঠাৎ করেই ভয়ানকভাবে আমাদের পেছনে লেগে পড়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের ভূমিকা দুদেশের স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক নয়। এক্ষেত্রে আমাদের গণমাধ্যমেরও ভূমিকা রাখা উচিৎ।’

বর্তমান সময়ে নানা ধরনের প্রতিবন্ধকতা রয়েছে উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, ‘আগের সরকার কিছু কনসার্ন তৈরি করে গেছে। সম্পর্কে ভারত যদি আমাদের কনসার্ন অগ্রাধিকার দিত, তাহলে এই সংকট তৈরি হত না।’

উভয়ের স্বার্থ রক্ষার জন্যই দুদেশের সম্পর্ক হবে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘তাহলেই পানি, সীমান্ত হত্যাসহ (যুদ্ধ না চললেও সীমান্তে মানুষ মারা হয়) বিভিন্ন সমস্যা সহজে দূর করা সম্ভব।’

তিনি আরও বলেন, ‘জাতীয় ঐক্যমত না থাকায় আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে গেছি। জাতীয় স্বার্থ যেখানে আছে, সেখানে জাতীয় ঐক্য থাকতে হবে।’

বাংলাদশে কারও জন্য থ্রেট নয় দাবি করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আবার আমরা কাউকে আমাদের জন্য থ্রেট হতে দিতে পারি না। আমাদের মূল উদ্দেশ্য থাকবে অভ্যন্তরীণ ও আন্তর্জাজাতিক পর্যায়ে সক্ষমতা বাড়ানো।’

এই বিভাগের অন্য খবর

Back to top button